শিক্ষক সমাজকে দেশে সবচেয়ে অবহেলিত-নির্যাতিত উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের অন্যায়-অবিচারের বিরুদ্ধে যে মহান সংগ্রাম আসছে তার জন্য শিক্ষক সমাজকেও প্রস্তুত থাকতে হবে।

মঙ্গলবার (৫ সেপ্টম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘যারা নির্যাতিত তারা কী করে জাতির মেরুদণ্ড হবে?। জাতির মেরুদণ্ড হবে, যারা ক্যাসিনিও চালায়। ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়ে দুই হাজার কোটি টাকা পাচার করে, তাদের জাতির মেরুদণ্ড বানানো হচ্ছে। আর যারা জাতির সত্যিকারের মেরুদণ্ড, তারা আজ নির্যাতিত-অবহেলিত। এমপিরা তাদের কান ধরে উঠবস করায়।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের জনগণকে জাগিয়ে তুলতে হবে। আর জাগিয়ে তোলার যে শ‌ক্তি সেটা আপনাদের মধ্যেই আছে। বর্তমান দেশে যে অন্যায়-অবিচার তার বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে শিক্ষকদের কাজ করে যেতে হবে। আপনারা যেমন একজন মানুষকে শিক্ষিত করে তোলেন তেমনি এ দেশের অন্যায়-অবিচারের বিরুদ্ধে যে মহান সংগ্রাম, আন্দোলন আসছে তার জন্য প্রস্তুত থাকতে হবে।’

বিএনপির সিনিয়র এ নেতা আক্ষেপ করে বলেন, ‘আমরা ছোটবেলায় পড়েছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এইসব বাদ দিয়ে দেন, সংশোধন করেন, এখন আওয়ামী লীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। ছাত্রলীগ-যুবলীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। মাহমুদুর রহমান মান্না, সেলিম ভূঁইয়া এদের মতো মানুষের এখন সমাজে দাম নাই। দাম আছে যারা আওয়ামী লীগ করে ছাত্রলীগ-যুবলীগ করে।’

বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা আরও বলেন, ‘এ সরকার শিক্ষা নিয়ে ভণ্ডামি করছে। বিশেষ করে পাস করা নিয়ে। একজন ছাত্র কোয়ালিটি বাড়ল কিনা সে চিন্তা করে না। শুধু পাস করিয়ে দাও, জিপিএ-৫ দিয়ে দাও। তারপরে দেখা যাবে। এ পরিস্থিতির মধ্যে দেশকে নিয়ে গেছে সরকার। তারা (আওয়ামী লীগ) যেভাবে নকল করে ক্ষমতায় গেছে, তেমনই গোটা জাতিকে নকলের মধ্যে ফেলে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজকের শিক্ষামন্ত্রী দীপু মনি কলেজ-বিশ্ববিদ্যালয় খুলবে কিনা তার সদুত্তর দিতে পারেন না। ছাত্র-ছাত্রীদের করোনা হলে তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে সাংবাদিকদের এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। এই হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী।’

বিএনপিকে কেন ভোট দেবে— প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের উত্তরে দলটি এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনাকে (প্রধানমন্ত্রী) সুস্পষ্ট করতে বলতে হবে ভোট কে দেয়। আসলে ভোট দেয়কে পুলিশ, র‌্যাব, বিজিবি নাকি সরকারের সংগঠনের ছেলেরা? এটা আপনি আগে বলুন। বিএনপিকে কে ভোট দেবে? বিএনপিকে ভোট দেবে দেশের মালিক-জনগণ, যদি সুষ্ঠু নির্বাচন হয়। আপনার জোর করে ডাকাতের মতো করে ক্ষমতায় এসেছেন। কে ভোট দেবে সে ভোটারদের আপনি চিনেন না।’

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।

এমএইচএন/এসএম