এই বিজয় নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে: জিএম কাদের
জিএম কাদের /ছবি- সংগৃহীত
এক ম্যাচ হাতে রেখেই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় ক্রিকেটারদের পাশাপাশি কোচ, বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্টদের অভিনন্দন জানান জিএম কাদের।
বিজ্ঞাপন
জাপার প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পাঠানো অভিনন্দন বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, টাইগারদের এই অনন্য বিজয় প্রত্যাশিত ও অপরিহার্য। সফরকারীদের বিপক্ষে জয়ের এই ধারা অব্যাহত থাকবে। এই বিজয় নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এক ম্যাচ আগেই সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। এর ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা তিন সিরিজ জিতল তারা।
প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৪ বলে ১৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১০০ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি তাদের টানা সপ্তম জয়।
এতে ক্যারিয়ার সেরা সর্বোচ্চ ৪ উইকেট মেহেদী হাসান মিরাজের। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ভাগে নিয়েছেন দুটি করে। ক্যারিবীয়দের হয়ে ব্যাট হাতে রভম্যান পাওয়েল সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন। বাকিরা যোগ দিয়েছেন আসা-যাওয়ায় মিছিলে।
১৪৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ রান করে আউট হন ওপেনার লিটন দাস। এ দিন নাজমুল হোসেন শান্তও ফেরেন ১৭ রান করে। তবে একপ্রান্ত আগলে রেখে নিজের ৪৮ তম অর্ধশতক তুলে নেন তামিম। ৭২ বলে ফিফটি পূরণ করার পরের বলেই অবশ্য সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার। যেখানে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।
এরপর সাকিব আল হাসানের অপরাজিত ৪৩ ও মুশফিকুর রহিমের ৯ রানের সুবাদে ১০০ বল ও সাত উইকেট হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের ফলে ওয়ানডে সুপার লিগের খাতায় ২০ পয়েন্ট অর্জন করলো টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামে। আর সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।
এএইচআর/ওএফ