আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দির হামলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা ও জেলা আওয়ামী লীগ।
নাসিরনগর উপজেলাধীন হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্দির হামলা মামলার আসামি মো. ফারুক মিয়াকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং চাপরতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় পদ থেকে তাদের অব্যাহতি প্রদান করা হয়েছে। দল থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (৭ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ সুপারিশ করা হয়।
চিঠিতে বলা হয়, ২য় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসিরগর উপজেলাধীন হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, নাছিরনগর মন্দির হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. ফারুক মিয়া বিদ্রোহী প্রার্থী হয়েছেন। একই উপজেলার চাপরতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। নির্বাচনে অংশ না নেওয়ার জন্য তাদের একাধিকবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা তাতে কর্ণপাত করেননি। এ অবস্থায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার আওয়ামী লীগ থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি।
বিজ্ঞাপন
এইউএ/এসকেডি