বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। 

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান ঢাকা পোস্টকে বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে ম্যাডামকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি হাসপাতালের কেবিনে থাকবেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এজন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। গত ২৫ অক্টোবর তার বায়োপসি পরীক্ষা করা হয়। 

এএইচআর/আরএইচ