মাহমুদ রহমান মান্না

রাজনৈতিক দল নাগরিক ঐক্যের সভাপতি করা হয়েছে ডাকসুর সাবেক ভিপি মাহমুদ রহমান মান্নাকে। সাধারণ সম্পাদক করা হয়েছে শহীদুল্লাহ কায়সারকে।  

বুধবার দলটির কেন্দ্রীয় কমিটির সভায় তাদেরকে মনোনীত করা হয়। এর আগে মাহমুদ রহমান মান্না দলটির আহ্বায়ক এবং শহীদুল্লাহ সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। 

দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১ ডিসেম্বর নাগরিক ঐক্যের  কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সর্বসম্মতিক্রমে দলের সভাপতি মনোনীত করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সারকে। একইসঙ্গে ডা. জাহেদ উর রহমানকে যুগ্ম-সম্পাদক নির্বাচন করা হয়েছে। 

তিনি আরও জানান প্রেসিডিয়ামের অন্য সদস্যরা হলেন মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাব ও সৈয়দ আব্দুল মাবুদ।

এএইচআর/আরএইচ