খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সভা থেকে পাঁচ থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল সাড়ে ৩টায় সভা শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির নব ঘোষিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আমীর এজাজ খান, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, জালাল শরীফ, ফখরুল আলম ও কাজী মো: রাশেদ।

প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু।

সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জোর দাবি জানানো হয়। এছাড়া ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপি গঠনে এখনও যারা নবঘোষিত কমিটির বিরুদ্ধে নানা তৎপরতা অব্যাহত রেখেছেন তাদের ষড়যন্ত্রের পথ পরিহার করার আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আজিজুল হাসান দুলু, মুর্শিদ কামাল, রোবায়েত হোসেন বাবু, আরিফ ইমতিয়াজ খান তুহিন, শাহিনুল ইসলাম পাখী, আজিজা খানম এলিজা, এহতেশামুল হক শাওন, কে এম হুমায়ুন কবির, শেখ সাদী, কাজী মিজানুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, মো: মাসুদ পারভেজ বাবু, শফিকুল ইসলাম হোসেন, শের আলম সান্টু, একরামুল হক হেলাল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, বিপ্লবুর রহমান কুদ্দুস, অ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, নাজমুল হুদা চৌধুরী সাগর, মুজিবর রহমান, আশফাকুর রহমান কাকন প্রমুখ।

মোহাম্মদ মিলন/এসকেডি