ভেঙে পড়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ মঞ্চ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশের মঞ্চ নেতাকর্মীদের চাপে ভেঙে পড়েছে। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে কর্ণফুলী সিডিএ আবাসিক মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শী কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাবেশের শেষদিকে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় বেশকিছু নেতাকর্মী সমাবেশ মঞ্চে উঠে পড়ে। এরপর হঠাৎ করে মঞ্চটি ভেঙে পড়ে। পরে ভেঙে পড়া মঞ্চের নিচে আমীর খসরু বক্তব্য রাখেন। তবে এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এরপর সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়। সমাবেশ মঞ্চে এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা।
চট্টগ্রামের কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, বিএনপির সমাবেশ চলাকালে হঠাৎ করে তাদের মঞ্চটি ভেঙে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিজ্ঞাপন
তবে এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির কোনো নেতাকর্মীর বক্তব্য জানা সম্ভব হয়নি।
কেএম/এসএম