ছাত্রলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পর এবার নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লেখা ওই চিঠিতে বলা হয়, সালাম ও মুজিবীয় শুভেচ্ছা নিবেন। মূল দলের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় শ্রমিকলীগ, নারায়ণগঞ্জ মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।

চিঠিতে বলা হয়, ওই নির্দেশ অদ্য ১৭/০১/২০২২ইং তারিখ হইতে কার্যকর করা হলো।

গত ৯ জানুয়ারি মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়। চিঠিতে কমিটি মেয়াদোত্তীর্ণ বলে উল্লেখ করা হয়। এরপর নাসিক নির্বাচনে ভোটগ্রহণের দিন (১৬ জানুয়ারি) বিলুপ্ত করে দেওয়া হয় স্বেচ্ছাসেবক লীগ জেলা এবং মহানগর কমিটিসহ সব থানা ও ওয়ার্ড কমিটি। এর একদিন পর আজ বিলুপ্ত করা হলো মহানগর শ্রমিক লীগের কমিটি। এ নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩টি ইউনিটের ৪টি কমিটি বিলুপ্ত করে দেওয়া হলো।

এইউএ/এসএম