বিএনপি লবিস্ট নিয়োগ করেছে বলে পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যা কিছু করি দেশকে রক্ষার জন্য করি। দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষার জন্য করি। আমরা লবিস্ট নিয়োগ করেছি, এটা একেবারেই সঠিক নয়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন পরিষ্কার করে বলেছেন যে, বিএনপির পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। আশা করি, এ নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না।

এ সময় লবিস্ট নিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে তিনি মিথ্যা বলেও দাবি করেন। 

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি স্ত্রীসহ করোনায় আক্রান্ত হওয়ার পর উত্তরার বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। এরপর করোনামুক্ত হয়ে এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন বিএনপি মহাসচিব।

এএইচআর/আইএসএইচ