হামলা-মামলার ভয় দেখিয়ে কোনো লাভ নেই: ইশরাক
বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, বিজয় দিবসের রাতে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় হামলা মানে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের চেতনার মূলে হামলা। তবে এসব হামলার ভয় দেখিয়ে কোনো লাভ নেই।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর ভোরে গোপীবাগে বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়ির গ্লাস ভাঙচুর করার অভিযোগ করেন ছেলে ইশরাক হোসেন। হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিজের বাড়িতে হামলাকে উস্কানিমূলক উল্লেখ করে ইশরাক বলেন, কাদের দিয়ে হামলা করানো হয়েছে এটা সবারই জানা। তবে, কাদের নির্দেশে এ হামলা চালানো হয়েছে এটা খুঁজে বের করতে হবে।
বিজ্ঞাপন
ইশরাক আরও বলেন, হামলা-মামলা দিয়ে আমার আন্দোলন থামানো যাবে না, গণতন্ত্র মুক্তির আন্দোলনে আমরা যে সংগ্রামে অবতীর্ণ হয়েছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ থামাতে পারবে না।
এএইচআর/এসএম