সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের দেরা বাজারে অতি পরিচিত মুখ মুহাম্মদ জানে আলম (৫০) আর নেই।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুবাই হাসপাতালে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দুবাই বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি বলেন, আমিরাতের ইউএই এক্সচেঞ্জের দেরা দুবাইয়ের প্রাক্তন কর্মচারী-দুবাই বিএনপির সহ-সভাপতি ও চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন জানে আলম।

তার বাড়ি চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ২নং ওয়ার্ড জালালাবাদে। জানে আলম দুই সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে আমিরাতের বিভিন্ন স্থানে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা।

ওএফ