গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী আবুল বাশারকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশে ফিরে যেতে হাইকমিশনের পক্ষ থেকে একটি বিমান টিকিট দেওয়া হয়েছে। শুক্রবার (৪ মার্চ) দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ এ টিকিট হস্তান্তর করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার ঢাকা পোস্টকে বলেন, আবুল বাশারের প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে। মালদ্বীপের হুলোমালের হাসপাতালে তার রোগ শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং তাকে দেখভাল বা চিকিৎসার ব্যয়ভার বহন করার কেউ না থাকায় ডাক্তারের পরামর্শ মোতাবেক জরুরিভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দূতাবাসের পক্ষ থেকে একটি বিমান টিকিট দেওয়া হয়েছে।

আবুল বাশার আজ তিনি বাংলাদেশের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করবেন। তার বাড়ি ফরিদপুরে চরভদ্রাসনে উপজেলায়। দেশে ফিরে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করে আবুল বাশার সুস্থতা লাভ করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

এসএসএইচ