সুইজারল্যান্ড আ. লীগের নতুন নেতৃত্বে নজরুল-শ্যামল
করোনার কারণে প্রায় দুই বছর স্থগিত থাকার পর সুইজারল্যান্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেনেভা শহরে বসবাসকারী জমাদ্দার নজরুল ইসলাম। পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন একই শহরের শ্যামল খান।
সম্মেলনে ১৪০ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভোটের ফলাফল ঘোষণা করেন। সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সময় যুক্ত ছিলেন।
বিজ্ঞাপন
সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের চেয়ে ৫০ ভোট বেশি পেয়ে জয়ী হন সভাপতি পদে নির্বাচিত নজরুল জমাদ্দার। সাধারণ সম্পাদক পদে শ্যামল খান ৬৪ ভোটে বিজয়ী হন। তার পরবর্তী প্রতিদ্বন্দ্বী কাউসার ৫১ ভোট পেয়ে দ্বিতীয় হন। তৃতীয় ও চতুর্থ প্রার্থী খলিলুর রহমান এবং মিয়া সাব্বির যথাক্রমে ভোট পান ১৮ এবং ৭টি।
ফলাফল ঘোষণার আগেই প্রার্থীরা ফলাফল ইতিবাচক ভাবে মেনে নিতে নির্বাচন কমিশনের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন
বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এ সময় তিনি বলেন, সুইজারল্যান্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সব সময়ই প্রশংসনীয়। এটি ইউরোপসহ অন্যান্য দেশের জন্যও অনুকরণীয়।
সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন। তিনি নতুন নেতৃত্বকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এমএইচএস