৫০০ শতাংশ বেড়েছে পর্তুগালের অগ্রিম ফ্লাইট বুকিং
গত বছরের তুলনায় আগামী এপ্রিলে পর্তুগালের অগ্রিম ফ্লাইট বুকিং ৫০০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন ট্যুরিজমো ডো পর্তুগালের প্রেসিডেন্ট লুইস আরাউজো।
স্থানীয় সময় বুধবার (১৬ মার্চ) বলসা ট্যুরিজম লিসবোয়া ট্রাভেল মার্কেট (বিটিএল-২০২২) পর্যটন মেলা উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ চলমান থাকার পরও ইউরোপের দেশগুলোর মধ্যে পর্তুগাল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে যাওয়ার জন্য ব্যাপক হারে অগ্রিম এয়ারলাইনস টিকিট এবং হোটেল বুকিং হয়েছে।
যদিও এ বুকিং স্বাভাবিক সময় হিসেবে ২০১৯ সালের একই সময়ের তুলনায় সমপরিমাণ নয় তবুও পর্যটন শিল্প ঘুরে দাঁড়ানোর জন্য এটি কার্যকর ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
ট্যুরিজমো ডো পর্তুগালের প্রেসিডেন্ট লুইস আরাউজো বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ খুব দ্রুত শেষ হলে এবং করোনার যে বিধিনিষেধ রয়েছে তা যদি শিথিল হয়, তাহলে আগামী মাসগুলোতেও এ ধারা বজায় থাকবে। যার মাধ্যমে পর্তুগাল আগামী ২০২৩ সালে করোনা মহামারির আগের অবস্থায় ফিরতে পারবে।
তিনি জানান, যে বিমান সংস্থাগুলোর কর্মকাণ্ড মহামারির আগে পর্তুগাল কেন্দ্রিক ছিল, সেগুলোর ৮০-৯০ শতাংশ ফ্লাইট ইতোমধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এছাড়া প্রতিনিয়তই পর্তুগাল কেন্দ্রিক ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা খুব অল্প সময়ের মধ্যে আগের অবস্থায় ফিরবে।
মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর বন্ধ থাকার পর রাজধানী লিসবনে ৩২তম পর্যটন মেলাটি শুরু হয়েছে। এতে প্রায় ১ হাজার ৪০০ অংশগ্রহণকারী তাদের সেবা ও পণ্য প্রদর্শন করবে। ৮ ইউরো প্রবেশ মূল্যের মাধ্যমে দর্শনার্থীরা মেলাটি পরিদর্শন করতে পারবেন। এটি চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।
আইএসএইচ