লন্ডনের বাঙালি কমিউনিটিতে নানা অবদান, বাংলাদেশের মূলধারায় প্রবাসীদের সাফল্য গাঁথাকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি করোনার সময় কমিউনিটির মানুষের পাশে থাকায় যমুনা টিভির লন্ডন প্রতিনিধি হেফাজুল করিম রকিব ‘কমিউনিটি হিরো’ সম্মাননা ও বন্ধুত্ব স্মারক পেয়েছেন।

এনআরবি লন্ডন ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৪ মার্চ) পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে বাংলাদেশ ও ব্রিটেনের বন্ধুত্বের ৫০ বছর ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত এ বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আনসার আহমদ উল্যাহ।

সংগঠনের সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী বাবুর পরিচালনায় অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি হেফাজুল করিম রকিবসহ ২১ জন সাংবাদিক এবং ফটো সাংবাদিককে এ সম্মাননা এবং বন্ধুত্ব স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন জানান, ব্রিটিশ বাংলাদেশিদের এগিয়ে যাওয়ার পেছনে বড় অবদান রাখছে বাংলা মিডিয়া। তাদের এ অবদানকে সম্মান দিতে এই সম্মাননা। সংবাদ কর্মী ও সাংবাদিকরা করোনাকালে যেভাবে মানুষ ও কমিউনিটির জন্য নিবৃতভাবে কাজ করেছেন তা ছিল উদাহরণের মাত্ৰা। তারা ভয়কে জয় করে মাঠে ছিলেন।

যদিও আমরা প্রাতিষ্ঠানিকভাবে তাদের মূল্যায়ন করতে কৃপণতা দেখাই। এনআরবি লন্ডন ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন যৌথ উদ্যোগে যে সম্মাননা দিয়েছেন তা শুধু আমার নয়, সেটি পুরো চট্টগ্রামের মানুষের বলে প্রতিক্রিয়ায় জানান রকিব। তিনি বলেন, বাংলাদেশ ও ব্রিটেনের সেতুবন্ধনকে আরও শক্তিশালী করতে সবসময় প্রবাসীদের পাশে থাকব।

চট্টগ্রামের পটিয়ায় সন্তান হেফাজুল করিম রকিব দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এসএসএইচ