ইউক্রেন শরণার্থীদের পাশে ব্রিটেনের ইস্টহ্যান্ডস
শরণার্থীদের মাঝে খাদ্য বিতরণ করছে মানবিক সংস্থা ইস্টহ্যান্ডস
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের মেদিকায় এক মাস ধরে কাজ করছে ব্রিটিশ বাংলাদেশিদের পরিচালিত আন্তর্জাতিক মানবিক সংস্থা ইস্টহ্যান্ডস। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে ৫০ লাখেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। এরমধ্যে অন্তত ২৭ লাখ মানুষ মেদিকা সীমান্ত দিয়ে ঢুকেছে পোল্যান্ডে।
সীমান্তের প্রবেশমুখে ইস্টহ্যান্ডসের ফুড স্টল থেকে প্রতিদিন হাজারও মানুষকে গরম সুপ, চা, কফি, স্যান্ডউইচ, ভেজিটেবল পিজ্জা, নানা ধরনের ফল ও পানি ইত্যাদি দিয়ে সহায়তা করা হচ্ছে।
বিজ্ঞাপন
ইস্টহ্যান্ডসের ইউক্রেন প্রজেক্ট সমন্বয়ক ও সংস্থার স্বেচ্ছাসেবক সাংবাদিক আ স ম মাসুম বলেন, আমি নিজে মার্চের শুরু ও এপ্রিলের মাঝামাঝি দুই ধাপে প্রায় ৮ দিন অবস্থান করে প্রজেক্ট ডেলিভারি তদারকি করেছি। প্রতিদিন হাজার হাজার মানুষ দীর্ঘ পথ হেঁটে যখন সীমান্ত দিয়ে ঢুকে আমাদের কাছ থেকে সহায়তা নিচ্ছেন, তা কিছুটা হলেও যুদ্ধে বিধ্বস্ত মানুষের মধ্যে স্বস্তি দিচ্ছে। ১৬/১৭ দিন হেঁটে আসা নারী, শিশু, বৃদ্ধদের মুখে খাবার তুলে দিচ্ছে ইস্টহ্যান্ডস।
সংস্থাটির চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, আমাদের মূল লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো। ইউক্রেনে যুদ্ধ শুরুর পরই আমাদের জাস্ট গিভিংয়ে যে অ্যাপিল করা হয়েছিল, সেখানে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। মানুষের দেওয়া সহায়তা ইউক্রেন শরণার্থীদের জন্য সরাসরি আমরা পৌঁছে দিচ্ছি। এই কার্যক্রম আরও দুই সপ্তাহ চলবে।
বিজ্ঞাপন
এমএইচএস