পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সারজা হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক জাগীর হোসেন চৌধুরী চুট্টর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত কনস্যাল জেনারেল বি এম জামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সাবেক সভাপতি আইয়ুব আলী বাবুল, ইউএই কমিউনিটির অন্যতম ব্যক্তি ইসমাইল গণি চৌধুরী, ইউএই কমিউনিটির অন্যতম পরিচিত মুখ মোহাম্মদ রাজা মল্লিক, ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন কাউছার, বঙ্গবন্ধু পরিষদ সারজা কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী শিবু প্রমুখ।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন, আনসারুল হক আনছার, মোহাম্মদ মিজান, মোহাম্মদ নাছির উদ্দিন, মোস্তফা কামাল শিমুল সিআইপি, মোরশেদুল কাদের মুন্না, জাহেদুল করিম প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়।

আইএসএইচ