বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বাণিজ্য বৃদ্ধির জন্য করণীয় নির্ধারণের লক্ষ্যে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (১৭ মে) দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত সভায় মালদ্বীপে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্য পরিবহনে উভয় দেশের মধ্যে সরাসরি শিপিং লাইন চালু, আকাশপথে পণ্য পরিবহনে ব্যয় কমানোসহ সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় প্রবাসী ব্যবসায়ী সিআইপি ও গ্লোবাল রিচ প্রা. লি. এর চেয়ারম্যান সোহেল রানা, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের কর্নধার আহমেদ মোত্তাকী, ভিউ কন্সট্রাকশন এর চেয়ারম্যান দুলাল হোসেন, ঢাকা ট্রেডার্সের ম্যানেজিং ডিরেক্টর মো. বাবুল হোসেন, ফ্লোর এল প্রা. লি. এর ব্যাবস্থাপনা পরিচালক মো. হাদিউল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী মো. মজিবুর রহমান, ফুড অ্যান্ড ফুড প্রা. লি. এর পরিচালক মো. নুরে আলম রিন্টু, কিউ অ্যান্ড এ প্রা. লি. এর পরিচালক মো. জহিরুল ইসলাম ও মো. সাইয়ূম, শাহিয়ান মার্ট প্রা. লি. এর পরিচালক মো. মোকলেছুর রহমান, ব্লাক অলিভ রেস্টুরেন্ট পরিচালক মো. হাফিজুর রহমান, পি. এফ. টেড্রার্স প্রা. লি. এর পরিচালক মো. পারভেজ, এস. কে. মার্ট প্রা. লি. এর পরিচালক মো. আবদুল সালেম কুদ্দুস ও প্রবাসী ব্যবসায়ী মো. আরিফ মাতাবরসহ সংশ্লিষ্ট প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। 

মতবিনিময় সভায় মিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ, তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়াও উপস্থিত ছিলেন।

জেডএস