মালদ্বীপে অবৈধ বাংলাদেশি কর্মীদের দ্রুত বৈধকরণ ও বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের অনুরোধ জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। 

গত বৃহস্পতিবার মালদ্বীপের ইকনোমিক ডেভেলপমেন্ট মিনিস্টার ইসমাইল ফাইয়াজের সাথে সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানানো হয়। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় মালদ্বীপের মন্ত্রী ইসমাইল ফাইয়াজ অবৈধ কর্মীদের বৈধকরণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। যে বাংলাদেশি শ্রমিকদের বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নেই তাদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ করেন তিনি। 

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের উপমন্ত্রী রিয়াজ মনসুর ও  মরিয়ম নাজিমা এবং মিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

মালদ্বীপের মন্ত্রী আরও বলেন, বৈধকরণ প্রক্রিয়ার সুযোগে যদি কেউ বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ না করেন, তবে তার বিরুদ্ধে মালদ্বীপের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে এস এম আবুল কালাম আজাদ বলেন, মালদ্বীপে অবস্থিত সকল অবৈধ শ্রমিক বৈধতা পাওয়ার সুযোগ নিতে পারেন। সেই জন্য দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

এনএফ