কানাডার ক্যালগেরিতে আগামী ২৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বৈশাখী আনন্দ মেলা ও ঈদ পুনর্মিলনী’। এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আয়োজকরা।

সংবাদ সম্মেলনে দিনটিকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজনের কথা তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন ব্যান্ড দল ফিডব্যাকের লিড ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন ও ফোকখ্যাত সংগীতশিল্পী পিন্টু ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েসের প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।

এসময় অনুষ্ঠানসূচী ও লিখিত বক্তব্য পাঠ করেন শুভ্র দাস। তিনি জানান, বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এ আয়োজন।

তিনি বলেন, আনন্দ ঘন এই মুহূর্তকে স্মরণীয় করতে বাংলাদেশ থেকে এসেছেন বিখ্যাত ব্যান্ড দল ফিডব্যাকের লিড ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন ও প্রখ্যাত সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ। প্রবাসের মাটিতে তারা তুলে ধরবেন ৮০ এবং ৯০ দশকের সব বিখ্যাত গান। পিন্টু ঘোষও তুলে ধরবেন আবহমান বাংলার জনপ্রিয় গানগুলো যা আমাদের নিয়ে যাবে শৈশবে।

এক প্রশ্নের জবাবে আয়োজকরা বলেন, প্রবাস জীবনে বাঙালিদের মাঝে এই আয়োজন মনের খোরাক ও নির্মল আনন্দ দেবে- এমনটাই আমাদের প্রত্যাশা।

এমএইচএস