কুয়েত ক্রিকেট কাউন্সিল (কেসিসি) ছয়টি দেশের সমন্বয়ে সিক্স নেশন্স টি২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এই টুর্নামেন্টে খেলবে কুয়েত, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বুধবার দুপুরে ক্রিকেটারদের মাঝে জার্সি  বিতরণ করেন এবং এই খেলায় জয়ী হয়ে দেশের সম্মান বয়ে আনার আশা ব্যক্ত করেন।

বৃহস্পতিবার ২ জুন খেলার প্রথম দিন কুয়েত সময় রাত সাড়ে ১০টায় সুলাইবিয়া কুয়েত ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। 

বাংলাদেশের হয়ে যে প্রবাসী বাংলাদেশি এই ম্যাচে খেলবেন ইতোমধ্যে তাদের মাঝে জার্সি বিতরণ করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান

টুর্নামেন্ট ঘিরে সুলাইবিয়া কুয়েত ক্রিকেট গ্রাউন্ডের পাশে বসবে বিভিন্ন দেশের জাতীয় খাবার ও ফলের মেলা। বাংলাদেশের জাতীয় ফলের সমারোহ থাকবে সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে।  

এনএফ