সংযুক্ত আরব আমিরাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মোহাম্মদ নাঈম লস্কর (২৩) নামে এক তরুণ মারা গেছেন। গত ২২ এপ্রিল দুবাইয়ে তিনি মারা যান। তার মরদেহ দীর্ঘদিন মর্গে থাকার পর বৃহত্তর ফরিদপুর সমিতির উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় গত ২৯ মে দেশে পাঠানো হয়।

সমিতির পক্ষ থেকে জানান, মোহাম্মদ নাঈম লস্করের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া রামচন্দ্র গ্রামে। প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে নাঈমের মরদেহটি দেশে পাঠায় বৃহত্তর ফরিদপুর সমিতি৷ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্য নিয়েই এই সমিতি গঠন করা হয়। সুতরাং প্রবাসীদের বিপদে-আপদে পাশে থাকাই মূল কাজ।  

এ সময় উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক বুলবুল আহমেদ মুকুল, মিজানুর রহমান, মোস্তাফিজ, তপন, নজরুল, পান্নু, মাহবুবা, সফিক প্রমুখ। 

এসকেডি