পর্তুগাল প্রবাসীদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট
পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পর্তুবাংলা ফুটবল টুর্নামেন্ট ২০২২ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের শিরোপা অর্জন করেছে জাগো বাংলা ফুটবল টিম।
টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে জাগো বাংলা ফুটবল টিম এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল লড়াই করে। গত সপ্তাহে দল নির্বাচিত হওয়ার পর খেলা পরিচালনা করার জন্য ড্র অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
পর্তুগালের ক্রীড়া এবং কালচারাল সেন্টার অলিভাইস সুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের আয়োজক পর্তুগাল বাংলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং সমাজসেবক মোহাম্মদ শাহজাহান, পর্তুগাল সোশ্যালিস্ট পার্টির নেতা রানা তাসলিম উদ্দিন, বরিশাল অ্যাসোসিয়েশন এর সভাপতি শাহীন সাঈদসহ পর্তুগালের বিভিন্ন সংগঠনের নেতারা।
এই টুর্নামেন্টকে ঘিরে পর্তুগাল প্রবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজক ও কলাকুশলীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন বিনোদনের পাশাপাশি আমাদের প্রবাসীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সহযোগী ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন
টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি দলগুলো হচ্ছে- পর্তুগাল বাংলা প্রেস ক্লাব ফুটবল টিম, রেবুলেইরা ফাইটার্স ফুটবল টিম, বুলেট সেভেন ফুটবল টিম। পরিচালনার দায়িত্বে ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য রনি মোহাম্মদ, পর্তুগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন এবং আহসানুল আজিজ প্রমুখ।
জেডএস