প্রবাসের শিশুদের অন্যরকম একুশ

প্রবাসে বাংলাদেশের ছেলে-মেয়েদের বাংলা শেখাতে পারা গর্বের বিষয়। এরপর যদি ইতিহাস-ঐতিহ্য সবকিছু একত্রে শেখানো যায় তাহলে তো কথাই নেই। তবে প্রবাসে বাবা-মাকে এ বিষয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কারণ, শিশুদের সঙ্গে শুধু পারিবারিক দৈনন্দিন আলাপ হয় বাংলায়। ঘরের বাইরে শিশুদেরকেও ব্যবহার করতে হয় ভিনদেশি ভাষা।

ভাষা হচ্ছে ইতিহাস-ঐতিহ্যের চাবিকাঠি। মাতৃভাষা জানলে শিশুরা ইতিহাস-ঐতিহ্য জানবে। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যর প্রচার-প্রসারে একঝাঁক প্রগতিশীল তরুণ সুইজারল্যান্ডের জুরিখে গঠন করেছে বাংলায় স্কুল জুরিখ।

অনলাইন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশি শিশুরা এ স্কুলের বাংলা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে। ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা ভাষার গৌরবের ইতিহাস শিশুদের মাঝে তুলে ধরছে স্কুলটি। মাতৃভাষা বাংলার প্রতি মমতা সৃষ্টি করতে শোনাচ্ছে প্রভাতফেরির গল্প।

একুশের প্রথম প্রহরে নিজ ঘরে নিজের বানানো শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য পুষ্পস্তবক অর্পণ করেছে স্কুলটির ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের এ উদযাপন প্রবাসে বাংলা ভাষার ভবিষ্যতের নতুন আশার সঞ্চার করেছে।

এইচকে