বোস্টনে অনুষ্ঠিত হলো বাংলা মেলা
যুক্তরাষ্ট্রের বোস্টনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বাংলা মেলা। শনিবার মেডফোর্ড এন্ড্রু মিডল স্কুলের মাঠে এ মেলার আয়োজন করা হয়। প্রবাসী বাঙালিরা এ মেলার আয়োজন করেন।
মেলার সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন শতাধিক শিল্পী। মেলায় নানা পণ্যের পসরা সাজানো হয়েছিল। এর সঙ্গে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও যেমন খুশি তেমন সাজো।
বিজ্ঞাপন
শনিবার বোস্টনের স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হয় মেলা। শেষ হয় রাত ৯টায়। আয়োজনে অন্যতম চমক ছিল দুই মার্কিন শিল্পীর কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
দিনভর মেলায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি ছিল। তারা যেমন ঘুরে ঘুরে মেলা দেখেন তেমনি নানা পণ্য কেনেন। এরসঙ্গে দেশি-বিদেশি খাবারের আয়োজন তো ছিলই। প্রবাসীরা দেশে ফেলে আসা মেলার ঐতিহ্যের স্বাদ পেয়েছেন এ মেলায়।
বিজ্ঞাপন
এনএফ