সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মহিলা সমিতি দুবাই।

মঙ্গলবার (২ আগস্ট) ফুজাইরা ও কালভা এলাকায় ক্ষতিগ্রস্ত ৫৮৬ জন বাংলাদেশির মধ্যে সমিতির পক্ষ থেকে চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পিঁয়াজ বিতরণ করা হয়।

কনসাল জেনারেলের সহধর্মিণী আবেদা হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বাইজুন চৌধুরী, জুলি জাফর, ফেরদৌসী মল্লিক, শেফা আহাম্মেদ, জেসমিন আক্তার, ফাহমি চৌধুরী, সাবিনা সুলতানা, নিশাত জাহান নিশু, এস বি সীমা, সবনম আক্তার, সালমা, শবনম আক্তারসহ অনেকে।

জানা গেছে, এই কর্মসূচির মধ্যে বাংলাদেশ মহিলা সমিতি দুবাই, এলিট ক্লাব, বাংলাদেশ লেডিস ক্লাব, মম অ্যান্ড কিড্স ক্লাব, মিউজিক ভীষণ ও জেসমিন আক্তার সিআইপি মতো ব্যক্তি ও সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতারা।

জেডএস