খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর আনন্দ উল্লাসে মিশিগানে অনুষ্ঠিত হলো বৃহত্তর চট্টগ্রাম সমিতির বার্ষিক বনভোজন। স্থানীয় সময় রোববার (১৪ আগস্ট) মিলফর্ড সিটির কেনসিংটন মেট্টোপার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

তারা জানিয়েছেন, এই প্রজন্মের মধ্যে বাংলাদেশি ঐহিত্য ও সংস্কৃতি ছড়িয়ে দিতেই এ বনভোজনের আয়োজন করা হয়।

মিশিগানে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামে মানুষেরা পরিবার পরিজন নিয়ে বনভোজনে মিলিত হন। বনভোজনে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন।

আরও পড়ুন: ভাইরাল পাকিস্তানি যুবকের সঙ্গে দেখা করলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

দুপুরের দিকে বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের মাধ্যমে বনভোজনের উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ-গান আর খেলাধুলায় আনন্দ উপভোগ করেন সবাই।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শেখ উল্লাহ হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহেদ জিয়া। এসময় বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক মো. সেলিম, কোষাধ্যক্ষ মুসলিম উদ্দিন, সিনিয়র সদস্য নুরুল হক, আফতাব উদ্দিন, মোহাম্মদ ঈসা, মোহাম্মদ আজিজ, মাসুম, রবিন প্রমুখ।

এসএসএইচ