কুয়েত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কুয়েত সিলেট বিভাগ আওয়ামী লীগের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী। সঞ্চালনা করেন কুয়েত সিলেট বিভাগ আওয়ামী লীগের সদস্য আখলাকুল আম্বিয়া বাহার।

আরও পড়ুন: স্বেচ্ছায় রক্ত দিলে বাঁচবে প্রবাসীর প্রাণ

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাক আলী ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের কমিউনিটি নেতা আব্দুল হাই  মামুন, মিহির কান্তি পাল, আলীম উদ্দিন, জয়নাল আবেদীন, মো. সুরুক মিয়া, হারুন মিয়া। আব্দুল মজিদ, তাজ উদ্দিন, আহাদ আম্বিয়া খোকন, ফয়ছল আলম, নোমান আহমেদ, আব্দুল আজিজ, এ এইচ এনাম, প্রজিদ পাল, নিজাম উদ্দিন তালুকদার, মুছা চৌধুরী, জাবেদ আলমসহ আরও অনেকে।

এছাড়াও কুয়েতে অবস্থানরত বৃহত্তর সিলেট বিভাগের কমিউনিটির নানা শ্রেণিপেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

মাওলানা কাওছার আহমদের পরিচালনায় বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসএসএইচ