ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে বুধবার রোমের রসই রেস্টুরেন্টের হলে এক অনুষ্ঠানের আয়োজন করে ইতালি আওয়ামী লীগ। বিপুলসংখ্যক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা হয়।

জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর সঞ্চালনা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কে এম লোকমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের মহিলা সম্পাদক হোসনে আরা বেগম, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন।

বক্তব্য দেন- নজরুল ইসলাম, দীন মোহাম্মদ দীনু, মঞ্জুর আহমেদ মঞ্জু, আব্দুর রশিদ, মজিবুর রহমান, স্বপন হাওলাদার, জি আর মানিক, উজ্জ্বল মৃধা, এনায়েত করিম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বক্তারা প্রধানমন্ত্রীর শক্তিশালী নেতৃত্বের কথা তুলে ধরেন। দেশের উন্নয়নের অবকাঠামোর চিত্র তুলে ধরে তারা বলেন, পদ্মা সেতু বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি যুগিয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। তারা অল্প সময়ের মধ্যে নিজ গন্তব্যে পৌঁছতে পারছেন।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার থাকলে দেশের উন্নয়ন হয়। তাই এ ধারাবাহিক উন্নয়ন ধরে রাখতে নেত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অন্যথায় দেশের উন্নয়নে কুচক্রী মহল আঘাত হানতে চেষ্টা করবে। 

এ সময় আগামী ১৬-২৩ অক্টোবরে জার্মানির সম্মেলনে যোগ দিতে উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানানো হয়। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া করা হয়।