১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সিডনিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় সময় (২ অক্টোবর) বেলা ১১টার দিকে প্যারাম্যাটায় টাউন হল চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ‘আমরা একাত্তর’ সংগঠনের অন্যতম সংগঠক ড. সুলতান মাহমুদ।

সমাবেশে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. আব্দুল জলিল, বিশিষ্ট সংগঠক ড. স্বপন পাল, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন, মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউনের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীম, একুশে একাডেমির প্রতিষ্ঠাতা নিহাল বারী।

এছাড়া, সাংস্কৃতিক সংগঠন প্রতীতির প্রতিষ্ঠাতা সিরাজুস সালেকীন, একুশে একাডেমির সাবেক সভাপতি মফিজুল হক, একুশে একাডেমির সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিত বড়ুয়া, একুশে একাডেমির সভাপতি প্রকৌশলী আব্দুল মতিন, বিশিষ্ট গায়িকা অমিয়া মতিন, নির্মল পাল, পূরবী পারমিতা বোস, শাহানা চৌধুরি, রোশনে আলম, ফাহাদ আসমার, প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা জাতিসংঘের কাছে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের পৈশাচিক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তারা।

এমএইচএস