লোডশেডিংয়ের প্রতিবাদে মিশিগানে জাসাসের সভা
বাংলাদেশে লোডশেডিং, নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ বিএনপি নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদ জানিয়ে সভা করেছেন বাংলাদেশ সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মিশিগান শাখার নেতাকর্মীরা।
স্থানীয় সময় রোববার রাতে হ্যামট্রামিক শহরের একটি রেস্টুরেন্টে ওই সভা অনুষ্ঠিত হয। সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করেন নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাসাস সভাপতি রিয়াজ উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হাসান শোভন এবং পারভেজ আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় নেতা মোস্তাকুর রহমান রুমন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের সহসভাপতি এনাম উদ্দিন।
বক্তব্যে রাখেন সরওয়ার হোসেন, রেজাউল করীম, আনোয়ার চৌধুরী, মুস্তাক আহমেদ, সৈয়দ রুবেল আহমেদ, আহমদ আলম, সুহিন চৌধুরী, ফরহাদ আহমেদ প্রমুখ।
বিজ্ঞাপন
এসএস