শেষ হলো ১৩তম লন্ডন বাংলা বইমেলা
শেষ হলো লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। ১৫ ও ১৬ অক্টোবর লন্ডনে ও ১৭ অক্টোবর মেলা বসে বার্মিংহামে।
সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
মেলা ছাড়াও সাংস্কৃতিক উৎসবকে প্রাণবন্ত করে তুলতে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, গান এবং শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন ছিল।
বিজ্ঞাপন
এনএফ