কুয়েতে করোনাভাইরাসের নতুন রূপের সংক্রমণ বেড়ে যাওয়ার রোববার (৭ মার্চ) থেকে ১২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বৈঠকে করোনা রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মন্ত্রী পরিষদের বৈঠকের বরাত দিয়ে স্থানীয় আরবি দৈনিক আল কাবাস ও আল আনবাসহ একাধিক গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে উল্লেখ করা হয়, রোববার থেকে এক মাসের জন্য প্রতিদিন বিকেল ৫টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। 

সংবাদে আরো বলা হয়েছে, করোনা পরিস্থিতি পর্যালোচনা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাইরের দেশের নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। লোক সমাগমের স্থানগুলো বন্ধ থাকবে। 

কুয়েতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৭১৬ জন, সুস্থ হয়েছেন এক হাজার ১২৫ জন ও মারা গেছেন আট জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৪৯৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৩২১ জন। আইসিইউতে রয়েছে ১৬৭ জন। দেশটিতে করোনায় সর্বমোট মৃতের সংখ্যা এক হাজার ১০৫ জন।

ওএফ