বাংলাদেশ আওয়ামী লীগের মালদ্বীপ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানী মালের বাহারু রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন দলটির মালদ্বীপ শাখার সভাপতি দুলাল মাতবর।

এতে তিনি বলেন, গত ৭ নভেম্বর মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন আমার সঙ্গে কোনো যোগাযোগ না করে নিজের ইচ্ছেমতো দলের কমিটি বিলুপ্ত ঘোষণা দেন। আমি মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমার অনুপস্থিতিতে আওয়ামী নামধারী অনুপ্রবেশকারীরা মালদ্বীপ আওয়ামী লীগের সুশৃঙ্খল একটি শক্ত কমিটি ভেঙে তছনছ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। 

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কার্যনির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ নেতারা।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর মালদ্বীপের রাজধানীর মালের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী লীগ মালদ্বীপ শাখার এক জরুরি সভায় মালদ্বীপ আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই সভায় বলা হয়, গত বছর মালদ্বীপ শাখা আওয়ামী লীগ কমিটির একটি খসড়া আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছিল। যাতে সভাপতি হিসেবে দুলাল মাদবর ও সাধারণ সম্পাদক হিসেবে মো. দুলাল হোসেনকে মনোনীত করা হয়। 

জরুরি সভায় সবার উপস্থিতিতে এক লিখিত বক্তব্যের মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

মালদ্বীপ শাখা আওয়ামী লীগের কমিটির বিলুপ্ত ঘোষণা করার পর সংগঠনের সবার উপস্থিতিতে ৬৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির খসড়া তৈরি করেন এবং নতুন কমিটির আহ্বায়ক হিসেবে বিগত কমিটির সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেনকে নির্বাচিত করা হয়।

এমএ