মালদ্বীপে জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উদযাপন
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উদযাপন করেছে মালদ্বীপ বিএনপি।
মালদ্বীপের রাজধানী মালের স্টার হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তব্য রাখেন- মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি প্রবাসী ব্যবসায়ী মো. বাবুল হোসেন, মো. শাহ আলম, মো. ফারুক হোসেন, মো. আলতাব হোসেন, বিল্লাল ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী , মো. হালিম, মো. আব্দুর রহিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, মো. শরিফ প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই নেতার দলের কর্মী হওয়ার জন্য গর্ব বোধ করি।
বিজ্ঞাপন
আলোচনা সভা শেষে প্রয়াত জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মালদ্বীপ বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এনএফ