মেক্সিকো সিটির প্রাণকেন্দ্রে রিফর্মা অ্যাভিনিউতে ‘বাংলাদেশ ইন ফ্রেমস’ শীর্ষক ছয় সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মেক্সিকোতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী।

প্রদর্শনীতে স্থান পেয়েছে স্বনামধন্য আলোকচিত্র শিল্পী মুস্তাফিজ মামুন ও আব্দুল মোমিনের মোট ২০টি আলোকচিত্র। যেখানে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য, সংস্কৃতি ও আর্থ-সামাজিক কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীতে ফসল ক্ষেতে ছড়িয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে। যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বৃহত্তম মোজাইক হিসাবে স্বীকৃতি লাভ করে। এছাড়া ঢাকাস্থ শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধের ছবিসহ বছরের প্রথম দিনে বই হাতে মেয়ে শিক্ষার্থীদের হাস্যোজ্জ্বল ছবি রয়েছে।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং বাংলাদেশ ট্রাভেল রাইটার্স এসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বলের উপস্থিতিতে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মেক্সিকো সিটির উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়ক ড. ডায়ানা আলারকন গোনজালেস। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অব মেক্সিকো সিটি ও মেক্সিকোর সংস্কৃতি মন্ত্রণালয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিস্তিন, তুরস্ক, আজারবাইজান, বেলজিয়াম, জর্ডান এবং আইভরি কোস্টের রাষ্ট্রদূত, চিলি ও পর্তুগালের কূটনীতিকসহ স্থানীয়রা। এই আলোকচিত্র প্রদর্শনী চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

এমজে