কানাডার ক্যালগেরিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
যথাযথ ভাবগাম্ভীর্য ও ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্যে দিয়ে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে কানাডার ক্যালগেরিতে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’র তিনদিন ব্যাপী একুশের অনুষ্ঠানমালা সমাপ্ত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি প্রথম দিনে ব্যতিক্রম উদ্যোগের মধ্যে ছিল ক্যালগেরি শহরের বিভিন্ন স্থানে মাতৃভাষার জন্য ভালোবাসা নামক কৃৎকলা প্রদর্শনী। প্রবাস জীবনে হৃদয়ে বাংলাদেশ এবং মাতৃভাষাকে ধারণ করে মোশারেফ হোসেন মাসুদের পরিকল্পনায় প্রবাসী বাঙালিরা বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ক্যালগেরির সিটি হল, এল আর টি ষ্টেশন, ইউনিভার্সিটি অব ক্যালগেরির ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে কৃৎকলা প্রদর্শন করেন।
বিজ্ঞাপন
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী, সহ-সভাপতি শাহেদ হাসান, কাজী জুনায়েদ আহমেদ সুমন, ইকবাল রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসিফ হোসেন, মাইনুর রহমান, সেলিম আহমেদ, সঞ্জীব কর্মকার, রিপন তালুকদার, সাকিব হোসেন , মাহফুজুল হক, রকিন আশরাফ এবং রিফাত জুবায়ের।
বিজ্ঞাপন
একুশের অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে ২০ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ছিল শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকেল ৫টায় ছিল ফেইস পেইন্টিং। সন্ধ্যা ৭টায় একুশের চেতনা এবং একুশের সঠিক ইতিহাস তুলে ধরতে বাংলাদেশ সেন্টারে দেখানো হয় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।
রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রথমবারের মতো শহীদ মিনারের শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে একুশের কবিতার সাথে নূত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী ও মুক্তবিহঙ্গে নাট্যকর্মী মৌ ইসলাম।
একুশে ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠানমালার তৃতীয় দিনে বাংলাদেশ সেন্টারের অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী একুশের অনুষ্ঠান মালার সমাপ্ত হয়।
এ সময় বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী জানান, ব্যাপক সাড়া পেয়েছি কমিউনিটির কাছ থেকে। কমিউনিটির ছোট ছোট কোমলমতি শিশু-কিশোররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রবাসে মাতৃভাষার চর্চা এবং এর প্রয়োগ ঘটাতে ভবিষ্যতে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসিফ হোসেন জানান, বাংলাদেশ সেন্টারে ছোট ছোট কোমলমতি শিশু কিশোরদের পদচারণায় আমরা সত্যিই অভিভূত। নতুন প্রজন্মের মাঝে আমাদের একুশের চেতনাকে ছড়িয়ে দিতে চাই।
এনএফ