ইতালির পালেরমোতে দুর্বার যুব সমাজের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উদযাপন করা হয়েছে। ভাষা শহীদের স্মরণে একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইতালির পালেরমোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। 

সংগঠনের সভাপতি ওয়ালিদুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরীর নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্রে অস্থায়ী শহীদ মিনারে ফুল তিয়ে শ্রদ্ধা জানানো হয়। ইতালি আওয়ামী লীগের সভাপতি সেকান্দর মিয়া ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন পালেরমো আওয়ামী যুবলীগ, ইতালি বিএনপি, পালেরমো যুবদল, বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম, কক্সবাজার সমিতি, ইউনাইটেড কালচারাল সোসাইটি, গোলাপগঞ্জ সমিতি, মৌলভীবাজার জনকল্যাণ সমিতি প্রমুখ। অনুষ্ঠানের শেষে সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।

ওএফ