সংযুক্ত আরব আমিরাতে ২৬তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি বিচারক শায়খ শোয়াইব মোহাম্মদ ও প্রতিযোগী সালেহ আহমদ তাকরীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ এপ্রিল) শারজাহ বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলে আল মামুন মেটালিক গ্রুপের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে আল মামুন মেটালিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের হাফেজরা বিশ্বে আমাদের মাথা উঁচু করেছে৷ বিশ্বের যেখানেই কুরআন প্রতিযোগিতা হয় আমাদের প্রতিযোগীরা বিজয়ী হচ্ছেন। সারা বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিযোগীদের অনেক সম্মান।

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে প্রথমবারের মতো একজন বাংলাদেশির আগমনে বাংলাদেশ সম্মানিত হয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।

হাফেজ সালেহ আহমদ তাকরীম অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন এবং তার সফলতার জন্য সকলের দোয়া চান।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আল মারকাজুল ইসলামের চেয়ারম্যান মুফতি হামজা শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার করিমুল হক, হাফেজ হান্নান। আরও বক্তব্য রাখেন- কলিম উদ্দিন, মুহাম্মদ ইউসুফ, আলতাব, শারফরাজ প্রমুখ।

এমজে