কানাডা প্রবাসী প্রখ্যাত কথা সাহিত্যিক, বাংলা অ্যাকাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ইকবাল হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

কানাডার স্থানীয় সময় বুধবার (১২ এপ্রিল) বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কবি ইকবাল হাসানের নামাজে জানাজা কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাদ জোহর দুপুর ১টা ৩৫ মিনিটে দেশটির নাগেট মসজিদে অনুষ্ঠিত হবে। তাকে সমাহিত করা হবে রিচমন্ডহিলের ১৩০৭৬ লেজলি স্ট্রিটে অবস্থিত টরন্টো মুসলিম সেমিট্রিতে।

বাংলা ভাষাভাষী মানুষ বিশেষ করে স্বাধীনতা-মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি এবং অসাম্প্রদায়িক চেতনার একজন সূর্য সন্তান ছিলেন কবি ইকবাল হাসান। তার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে কানাডার প্রবাসী বাঙালিদের মাঝে।

এমজে