ইতালিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল

ইতালির রোমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) স্থানীয় একটি রেস্টুরেন্ট প্রবাসী কল্যাণ পরিষদ এই আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম-কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী। বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের রাজনৈতিক প্রটোকল কর্মকর্তা মো. সোহাগ আহমেদ অয়েছ।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক প্রটোকল কর্মকর্তা মো. ফয়সাল আহমদ অয়েছ বলেন, এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্রমন্ত্রী তিনি সর্বদা প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে বর্তমানে প্রবাসীদের প্রতি অনেক খেয়াল রাখা হচ্ছে তাদের যেকোনো সেবার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট যত্নবান। মন্ত্রণালয়ে প্রবাসীদের দেখভাল করার জন্য নির্দেশ দেওয়া আছে। এখন সেবার মান অনেক বেড়েছে। নিয়মিত সমস্যাও সমাধান করা হচ্ছে।
দোয়া ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইতালি বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির সভাপতি শাহ মো. তাইফুর রহমান ছোটন, মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সভাপতি নায়েব আলী, নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালির সভাপতি জাহাঙ্গীর আলম, সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বারি, বিশ্বসঙ্গীত কেন্দ্র ইতালির প্রতিষ্ঠাতা কাজী জাকারিয়া, দৈনিক জন্মভূমির সম্পাদক বেলাল হোসেন, বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালি সদস্য সচিব এ কে আজাদ, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সহ-সভাপতি রুবেল আহমেদ, ভিক্টোরিয়া বাজার ব্যবসায়ী সমিতি ইতালি সাধারণ সম্পাদক তারেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল, ইসলামী আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরপিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশীদ রাজী।
এমএ