কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে ডলারের ন্যায্যমূল্য নির্ধারণ পূর্বক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও অবৈধ হুন্ডিতে লেনদেন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ মে) স্থানীয় সময় রাত ১০টায় আব্বাসীয়া মোজাম্মার একটি রেস্টুরেন্টে কুয়েতের একচেঞ্জ কোম্পানি বাংলাদেশি কর্মকর্তা সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটির সভাপতি আ ক ম আজাদের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল আলম সুমনের সঞ্চালনায় বক্তারা বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের কষ্টার্জিত পাঠানো রেমিট্যান্স ডলারের ন্যায্যমূল্য ১১৪ টাকা নির্ধারণ করা এবং একই সঙ্গে অবৈধ হুন্ডি চ্যানেল লেনদেন বন্ধের দাবিও তুলেন ধরেন। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ আমির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক  এস আর তারেক, অর্থ সম্পাদক আব্দুস সালাম মুন্সি এবং সিনিয়র সদস্য সালাউদ্দিন, জহিরুল ইসলাম, আব্দুস সালাম, আরিফুল ইসলাম আরিফ, মো. আরিফ হোসেন, আব্দুল কাদের, জিয়াউর রহমান, মো. রাসেদ প্রমুখ।

সংস্থাটির সভাপতি আ ক ম আজাদ আরো বলেন, ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ডলার মূল্য কম হওয়াতে অবৈধ হুন্ডি লেনদেনের দিকে ঝুঁকছে প্রবাসীরা। প্রবাসীরা মানি একচেঞ্জগুলোতে টাকা পাঠাতে এসে টাকার রেট জিজ্ঞাসা করে বেশিভাগই প্রবাসী ফিরে চলে যায়। ব্যাংকের তুলনায় হুন্ডিতে রেট বেশি দেওয়ায় কমে যাচ্ছে বৈধপথে রেমিট্যান্স পাঠানো।

তিনি বাংলাদেশ সরকারকে প্রবাসী রেমিট্যান্স প্রতি ডলারের মূল্য নির্ধারণ ও হুন্ডি বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এমএ