কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাসিমা লুৎফুর রহমান বলেছেন, দেশের মানুষের সেবা করা এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে মানুষের যে আন্তরিকতা ভালবাসা পেয়েছি সেটা বিদেশে থাকতে বুঝিনি।

মঙ্গলবার (৮ মে) কুয়েতের সালমিয়া বাসভবনে বাঙালি কমিউনিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার স্বামী কুয়েতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী। আমার পরিবার প্রায় ২৬ বছর ধরে কুয়েতে আছে। আমরা প্রবাসী পরিবারগুলো একত্রিত হয়ে পয়লা বৈশাখ, পিঠা উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠান করতাম। এর ফলে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

প্রবাসীদের কর্মসংস্থানসহ নানাভাবে পাশে থাকার চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, কুয়েত কমিউনিটিতে পরিচিতির সুবাদে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনি। বর্তমান দূতাবাস যথেষ্ট কাজ করছে প্রবাসীদের জন্য। এরপরেও প্রবাসীদের কল্যাণে যেকোনো সমস্যা আমাকে জানালে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

ইদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগ শাখাসহ বিভিন্ন ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের নেতারা।

এমজে