এনফিল্ড কাউন্সিলের ডেপুটি মেয়র আমিরুল ইসলামকে সংবর্ধনা
ব্রিটেনের রাজধানী লন্ডনের এনফিল্ড কাউন্সিলে ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত আমিরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ব্রিটেনের বাংলাদেশি সংগঠন নোয়াখালী সমিতি, ইউকে।
মঙ্গলবার (১৩ জুন) রাতে নোয়াখালী সমিতি ইউ’কের সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন লন্ডনে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর প্রবাসীরা।
বিজ্ঞাপন
সম্প্রতি লন্ডনের এনফিল্ড কাউন্সিলে ডেপুটি মেয়র হিসেবে শপথ নেন বাংলাদেশি বংশোদ্ভূত আমিরুল ইসলাম। এনফিল্ড কাউন্সিলে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে ডেপুটি মেয়র নির্বাচিত হলেন তিনি।
এনফিল্ড কাউন্সিলে প্রথম ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায়, বাংলাদেশি জনপ্রতিনিধি পেয়ে খুশি এনফিল্ড বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও। তাদের প্রত্যাশা সামনের সময়ে স্থানীয় সরকার পর্যায়ে নিজেদের অধিকার আদায়ে মূলধারায় ভূমিকা রাখবেন নতুন দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র আমিরুল ইসলাম।
বিজ্ঞাপন
২০২২ সালে লন্ডনের এনফিল্ড কাউন্সিলের পন্ডার্স ইন্ড ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয় বাংলাদেশি আমিরুল ইসলাম। সম্প্রতি এনফিল্ড কাউন্সিলের সদস্যদের ভোটে ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়ে শপথ নেন তিনি।
সংবর্ধনায় অংশ নিয়ে ডেপুটি মেয়র আমিরুল ইসলাম বলেন, আমার এলাকা এনফিল্ড কাউন্সিলে কোনো বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ ছিল না। আমি প্রথমবার কাউন্সিলর হিসেবে এবং সর্বশেষ ডেপুটি মেয়র পদে নির্বাচিত হওয়ার ফলে আমাদের কমিউনিটির মানুষদের জন্য সুফল বয়ে আনতে পারব। ইতোমধ্যে আমাদের কমিউনিটির মানুষদের হাউজিং সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানে আমি কাজ করছি। আমি চাই স্থানীয় মূলধারার রাজনীতিতে আমাদের আরও বেশি পরিমাণে মানুষ সম্পৃক্ত হোক, যাতে করে আমাদের কমিউনিটি মানুষদের সমস্যাগুলো মূলধারায় তুলে ধরে সমাধান করা যায়।
উল্লেখ্য, ব্রিটেনের স্থানীয় রাজনীতিতে ক্রমেই বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ। ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানীয় কাউন্সিলে মেয়র, ডেপুটি মেয়র এবং কাউন্সিলর হিসেবে নির্বাচিত হচ্ছেন বাংলাদেশিরা।
কেএ