পরিবারের হাল ধরতে স্বপ্ন পূরণে উন্নত জীবনের আশায় নতুন ভিসায় কুয়েতে আসা ১৩ বাংলাদেশি যুবককে ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ফেরত পাঠাল কুয়েত ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (২৪ জুন) রাতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হয়। ঢাকার বনানী অরবিট ট্রাভেল এজেন্সির মাধ্যমে কুয়েতের আল ফয়সাল কোম্পানিতে গত বৃহস্পতিবার রাতে কুয়েতে এসে পৌঁছায় তারা।

আরও পড়ুন >>> কুয়েতে গিয়েই ভিসা বাতিল ১৩ বাংলাদেশির

জানা যায়, তাদের ভিসার মেয়াদ ছিল ২২ জুন পর্যন্ত। কুয়েতে ইস্যু হওয়া নতুন ভিসার মেয়াদ থাকে ৩ মাস। এসময়ের মধ্যে বাংলাদেশের মেডিক্যাল ও ম্যানপাওয়ারসহ সব প্রক্রিয়া শেষ করে নিদিষ্ট সময়ের মধ্যে প্রবেশ করতে হয়। অন্যথায় ভিসা বাতিল হয়ে যায়। ভুক্তভোগীরা অভিযোগ করেন ট্রাভেল এজেন্সির গাফিলতি ও ১৩ বাংলাদেশি যুবককে সময়মতো বিএমইটি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দিতে পারেনি অরবিট ট্রাভেল এজেন্সি। এছাড়া এই ১৩ জন যাত্রী ঢাকায় ৩ থেকে ৪ দিন অপেক্ষা করলেও ভিসার মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে হঠাৎ ফ্লাইটের টিকিট করে তাদের ফ্লাইটের কথা জানায় এজেন্সি। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ হতে আল ফয়সাল কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি। তাই আইন অনুযায়ী তারা যে বিমানে এসেছেন সেই বিমানের পরবর্তী ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয় তাদের।

কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতারা এজেন্সি বা দালাল থেকে ৭ থেকে ৮ লাখ টাকা ভিসা কিনে ট্রাভেল এজেন্সির হয়রানি ও মেডিকেল পরীক্ষার রিপোর্ট নিয়ে হয়রানির কালক্ষেপণ বন্ধসহ দ্রুত ভিসা প্রসেসিং প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ সরকারের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবি জানান।

এফকে