পর্তুগালের সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে সড়ক দুর্ঘটনায় দুইজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন পর্তুগীজ নাগরিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৯ জুলাই) সন্ধ্যার পর কাজ শেষে প্রবাসী বাংলাদেশী শাহিনুর রহমান (২৭) এবং ইব্রাহীম আখন্দ (৪১) তাদের কর্মরত প্রতিষ্ঠানের গাড়ি দিয়ে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয় ডাক্তার এবং জরুরি বিভাগের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

নিহত শাহিনুর রহমানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ বালুখন্ড এবং ইব্রাহীম আখন্দ মাদারীপুর জেলার রাজৈর থানায়। তাদের মরদেহ সান্তারাইম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং দেশটির স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও লিসবনের কমিউনিটির নেতারা বিষয়টি নিয়ে যোগাযোগ করছেন।

পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্তক্রমে মরদেহের দাফন অথবা বাংলাদেশের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শাহিনুর এবং ইব্রাহীমের মৃত্যুতে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এফকে