কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত
কুয়েত বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের সহ-সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক শরিফ মোহাম্মদ মিজানুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদারের ছেলে মো. শামসের অকাল মৃত্যুতে শুক্রবার কুয়েত সিটির একটি হোটেলে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত অতিথিরা শরীফ মিজানের বিভিন্ন কর্মকাণ্ড স্মৃতি চারণ ও প্রবাসীদের তার ভূমিকা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার সভাপতি মোহাম্মদ ইসমাইল, মেহেদী হাসান, আর টিভি প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, ৭১ টিভি ও ঢাকা পোস্ট ডট কমের প্রতিনিধি সাদেক রিপন, যমুনা টিভি প্রতিনিধি মোহাম্মদ হেব্জু মিয়া, ডিবিসি প্রতিনিধি মহসিন পারভেজ, ইত্তেফাক প্রতিনিধি মোশাররফ হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
বিজ্ঞাপন
মাওলানা জাকির হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশে পরিবার আত্মীয় স্বজন প্রবাসীদের সুস্থতা ও মঙ্গলকামনায় দোয়া মোনাজাত করা হয়।
এমএ