বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দক্ষিণ আফ্রিকার কেপটাউন শাখার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানের ব্যানারে এক নেতার নাম নিচে থাকায় ব্যানার উল্টো করে অনুষ্ঠান শুরু করে। পরে নেতাদের হস্তক্ষেপে ব্যানার আবারও টানানো হয়।

এছাড়া অনুষ্ঠান শেষে বিরিয়ানি বণ্টন নিয়ে সংঘাতে জড়ায় দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় চেয়ার ছোড়াছুড়িতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (৩১ মার্চ) রাতে কেপটাউনে শাখা বিএনপির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানে এমনসব ঘটনা ঘটে।

বিএনপির অনুষ্ঠানে অংশ নেওয়া একজন কমিউনিটি দায়িত্বশীল জানান, সুবর্ণজয়ন্তীর ব্যানারে নাম লেখা নিয়ে কেপটাউন বিএনপির সেক্রেটারি নজরুল গ্রুপের চরম আপত্তি তুললে কথা কাটাকাটি শুরু হয়। তখন কিছু কর্মী ব্যানার উল্টো করে দেয়। তাকে অনুষ্ঠান শুরু করতে বাধ্য করা হয়। 

পরে কেপটাউন বিএনপির সভাপতি আজম খানের হস্তক্ষেপে ব্যানার সাঁটানো হয়। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান শেষে বিরিয়ানি বিতরণ নিয়ে আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় উভয় গ্রুপের চেয়ার ছুড়াছুঁড়িতে তিনজন আহত হয়েছেন বলে জানার তিনি।

আহতদের মধ্যে একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। তবে আহতদের নামপরিচয় প্রকাশ করা হয়নি।

ওএফ