পর্তুগালের লিসবন দূতাবাসে জাতীয় শোক দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে দিনের প্রথম প্রহরে দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।
বিজ্ঞাপন
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দূতাবাসের পক্ষ থেকে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আলমগীর হোসেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা শুধু ব্যক্তি মুজিবুর রহমানকে হত্যা করেনি, তারা চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শ তথা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে। কিন্তু ঘাতকেরা বাঙালির মন থেকে যেমন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিকে মুছে ফেলতে পারেনি; তেমনই মুক্তিযুদ্ধের চেতনার চিরন্তন শিখাকেও নিভিয়ে দিতে পারেনি।
বিজ্ঞাপন
তিনি উপস্থিত সবাইকে স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপান্তর করার কাজে সংকল্পবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।
শোক দিবসের এই অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল, সংবাদমাধ্যম, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং ছাত্রসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। একটি স্থিরচিত্র প্রদর্শনীসহ বঙ্গবন্ধুর জীবনাদর্শের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
কেএ