সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করে মালদ্বীপ বিএনপি। ১৬ আগস্ট মালের স্থানীয় স্টার হোটেলে এই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

দলের কেন্দ্রীয় কমিটিকে অনুসরণ করে ১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন সভাপতি খলিলুর রহমান। উপস্থিত ছিলেন-  সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নেহের মিয়া রানা, সহ-সভাপতি  মো. বাবুল হোসেন, মো. শাহ আলম,  মো. আলতাফ হোসেন, মো. ফারুক হোসেন, মো. ফারুক, মো. আলমগীর মজুমদার,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  মোহাম্মদ শরিফুল ইসলাম,  যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন, মো. শফিকুর রহমান, মো. হালিম মিয়া,  প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহপ্রচার সম্পাদক মো. করিম রানা, শরিফুল ইসলাম, ক্রিয়া বিষয়ক সম্পাদক মামুন মিয়া, সহকারী ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. সুফি, সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল কালাম মোল্লা, মালদ্বীপ  যুবদলের নেতা মো. আরিফুল ইসলাম, মো. মাসুম মুন্না, আব্দুল আলিম, শাওন, আব্দুর রহিম, শওকাত হোসেন, আলি আহম্মেদ, পিয়াস হাসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, অগণতান্ত্রিকভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচনের রূপরেখা তৈরি করে বাংলার মানুষের ভোটের ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানান তারা।

বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এবং জিয়া পরিবারসহ সমগ্র দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাসুম বিল্লাহ। পরে আমন্ত্রিত অতিথিদের নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

এনএফ